গরুর পালং শাক খাওয়া নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ব্যক্তিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : এনটিভি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ক্ষেতের মধ্যে গরুর পালং শাক খাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার পার-মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই)  ওয়ালিয়ার রহমান বলেন, পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের একটি গরু শুক্রবার বিকেলে একই গ্রামের নিয়ামত মণ্ডলের সমর্থকদের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে।

এসআই ওয়ালিয়ার আরো বলেন, এ ঘটনার জের ধরে উভয় পক্ষের সমর্থকরা আজ  সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।