তথ্যমন্ত্রী বললেন

‘বিএনপি অঙ্গীকার করুক ভূতের সরকারের প্রস্তাব আর দেবে না’

Looks like you've blocked notifications!
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে কথা বলার আগে তারা অঙ্গীকার করুক আর ভূতের সরকারের প্রস্তাব দেবে না। তারা অঙ্গীকার করুক আর জামায়াত-রাজাকার-জঙ্গি নিয়ে সরকার গঠন করবে না।’

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে টেকসই রাজনীতি গড়তে হবে। আর টেকসই রাজনীতি গড়তে হলে জামায়াত, জঙ্গি, রাজাকার আর বিএনপি চক্রকে রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখতে হবে।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি যত উঁচু গলায় নির্বাচন, গণতন্ত্রের কথা বলছে একইভাবে জামায়াত, জঙ্গি, রাজাকার প্রশ্ন এবং সংবিধানের চার নীতি, জাতির পিতার প্রশ্ন কোনো আলোচনায় আনছে না। এর অর্থ হচ্ছে বিএনপি চক্র যতক্ষণ রাজনীতিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আবারও সাম্প্রদায়িকতায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে।’

রোহিঙ্গা প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ও রোহিঙ্গাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে মিয়ানমার সীমান্তের কাছে কক্সবাজারের একটি অংশে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। এটা স্থায়ী ব্যবস্থা ভাবা ঠিক নয়।’ তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রচেষ্টা অব্যাহত আছে। তবে রোহিঙ্গাদের অস্থায়ী ব্যবস্থাকে যারা আত্মঘাতী বলছেন, এটা সঠিক নয়। তারা রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছেন, এর ফলে তারা রোহিঙ্গা ও বাংলাদেশের ক্ষতি করছেন।’

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা।