ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

Looks like you've blocked notifications!

কুমিল্লা সদরের বানাসুয়া রেল ব্রিজের কাছে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলস্টেশনের জ্যেষ্ঠ রেলওয়ে প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, বানাসুয়া রেল ব্রিজের কাছে পৌঁছানোর পর দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা ও সিলেটের  সঙ্গে চট্টগ্রামের সব ধরনের রেল যোগাযোগ। আখাউড়া ও লাকসাম জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।