লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুজন আহত

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় গতকাল রাতে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হন। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় একটি খাবারের দোকানে  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত দুজন হলেন জাহাঙ্গীরের খাবারের দোকানের 

কর্মচারী কামাল হোসেন (২৭) ও জহির উদ্দিন(৩০)। তাঁদের সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১২টার দিকে ওই দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটের তত্ত্বাবধায়ক মো. সাইফুদ্দিন বলেন, তাঁদের শরীরের সামান্য অংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক নয়।