সাগর-রুনি হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে : আইজিপি

Looks like you've blocked notifications!

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যারহস্য নিয়ে র‍্যাব তদন্ত করছে। মহামান্য হাইকোর্টের নির্দেশে কেস র‍্যাবকে দেওয়া হইছে। পুলিশও সহায়তা করছে।’

আজ সোমবার বিকেলে টাঙ্গাইলের হাজরাঘাট এলাকায় লৌহজং নদীর দুই পারে গড়ে ওঠা এসপি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশপ্রধান আরো বলেন, ‘আমরা এখনো রহস্যের সমাধান করতে পারি নাই বিধায় মামলা তদন্তের নিষ্পত্তি করি নাই। আমরা আশা করছি, কোনো সময় কোনো তথ্যের ভিত্তিতে এই রহস্যের পথ সুগম হবে।’

সভা-সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে শহীদুল হক বলেন, ‘গত ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মিটিং হলো, বিরাট মিটিং। কই পুলিশ তো তাদের মিটিংয়ে বাধা দেয় নাই। দেশব্যাপী সব জায়গায়ই তো বিএনপির মিটিং হচ্ছে, ছাত্রদল-যুবদলের মিটিং হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা তো বাধা দেই না। দেব কেন? এটা তো গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে কোনো বৈধ রাজনৈতিক দল যদি শান্তিপূর্ণভাবে কার্যক্রম করে আমরা তো তাদের বাধা দেই না। তবে এই যে অধিকার তা কিন্তু শর্তসাপেক্ষে।’

আইজিপি বলেন, ‘অনেক সময় দেশের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা বলি যে, আজকে কইরেন না কালকে করেন বা পরে করেন। এইখানে কইরেন না, ওইখানে করেন। এটা তাদের নিরাপত্তা, সকলের নিরাপত্তার জন্য করে থাকি। কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য আমরা এটা করি না।’

এর আগে এ কে এম শহীদুল হক এসপি পার্কের ফলক উন্মোচন করেন। পরে তিনি পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম।