চট্টগ্রামে বাস ধর্মঘট স্থগিত

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম নগর ভবনে আজ মঙ্গলবার বিকেলে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে সভা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি : এনটিভি

সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মধ্যস্থতায় চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদ পুলিশের হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে ধর্মঘটের তৃতীয় দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় এটি স্থগিত করা হয়।

এর আগে বিকেলে চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত পরিবহন মালিক-শ্রমিকদের এক সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মেট্রোপলিটন গণপরিবহন বাস মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন, বিআরটিএর পরিচালক মো. শহীদুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক  ফেডারেশনের সভাপতি মো. মুছা বক্তব্য দেন।

সভায় সিটি মেয়র আগামী দু-তিনদিনের মধ্যে প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে গণপরিবহন নিয়ে সভা করে ১১ দফা দাবি আদায়ের আশ্বাস দেন। এ ছাড়া ধর্মঘট চলাকালে আটক নেতাকর্মীদের মুক্তি ও তাদের মামলা প্রত্যাহার এবং অবৈধ যানবাহন বন্ধে আশ্বাসের পর পরিবহন নেতারা ধর্মঘট স্থগিত করেন।