রোবট সোফিয়া ঢাকায়, কাল মেলায় দেখা যাবে

Looks like you've blocked notifications!
রোবট সোফিয়া। ছবি : রয়টার্সের পুরোনো ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড মেলা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। এর মূল আকর্ষণ থাকবে সিঙ্গাপুরে প্রস্তুত ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়া।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে থাই এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছেছে সোফিয়া এবং এর নির্মাতা ডেভিড হ্যানসন।

কাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনের এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার প্রথম দিনেই দেখা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সোফিয়াকে। বেলা আড়াইটায় ‘টেক টক উইথ সোফিয়া’ শীর্ষক একটি অনুষ্ঠানে রোবট সোফিয়ার সাক্ষাৎকার নেওয়া হবে। এ অনুষ্ঠান শেষে বুধবারই সিঙ্গাপুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সোফিয়াকে। তাঁকে সৌজন্যমূলক গোল্ড মেম্বারশিপ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এই সম্মেলনে ৫০ জন বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ শতাধিক বক্তা বিভিন্ন সেশনে বক্তব্য দেবেন। মেলায় ফেসবুকসহ বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের নামিদামি সব প্রতিষ্ঠান অংশ নেবে।

 প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি না থাকলেও, ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।