চলে গেলেন শিল্পী ফরিদা ইয়াসমিন
না ফেরার জগতে চলে গেলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালে শনিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন ষাটের দশকের জনপ্রিয় এ শিল্পী।
পারিবারিক সূত্রে জানা গেছ, বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে দুই সপ্তাহ আগে বারডেমে ভর্তি করা হয়েছিল তাঁকে। ফরিদা ইয়াসমিনের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। রোববার সেগুনবাগিচার বাসায় জানাজা শেষে বনানী কবরস্থানে এই কণ্ঠশিল্পীকে দাফন করা হবে।
ফরিদা ইয়াসমিনের জন্ম সাতক্ষীরায়। পাঁচ বোনের মধ্যে তিনিই ছিলেন বড়। বাংলাদেশের দুই প্রখ্যাত শিল্পী নীলুফার ইয়াসমিন ও সাবিনা ইয়াসমিন তাঁর ছোট বোন। ব্যক্তিগত জীবনে তিনি সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের স্ত্রী।