বিলুপ্ত করা হলো রাজশাহীর আইএইচটি শাখা ছাত্রলীগ কমিটি

Looks like you've blocked notifications!

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বহিষ্কার করা হয়েছে এর নেতাদেরও।

আজ বুধবার রাতে রাজশাহী মহানগর ছাত্রলীগ এই ঘোষণা দেয়।

এর আগে আজ সকালে আইএইচটিতে বিক্ষোভরত ছাত্রীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় চার ছাত্রীকে পিটিয়ে আহতও করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য আইএইচটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, আইএইচটি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তাঁরা। সেই সঙ্গে কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহসভাপতি মিজান ও ফয়সাল এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিনকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশও করেছে মহানগর কমিটি।

এদিকে আজ আইএইচটিতে ছাত্রীদের ওপর হামলার ঘটনাটি জাহিদ, মিজান, ফয়সাল ও তুহিনের নেতৃত্বে চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা। এরপরই কমিটি বিলুপ্তির এই ঘোষণা দেওয়া হলো।