নতুন পে-স্কেলের দাবিতে কুড়িগ্রামে শিক্ষকদের মানববন্ধন
নতুন পে-স্কেলে সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. জাকির হোসেন, কাজী এমদাদুল হক, মহিউদ্দিন আহম্মেদ, মোজাফ্ফর হোসেন প্রমুখ।
বক্তারা সরকার-ঘোষিত নতুন পে-স্কেলে বেতন-ভাতা প্রদানের দাবি জানান।