মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : ফোকাস বাংলা

মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় আগাম নির্বাচনের প্রসঙ্গ উঠে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আমাদের দলের মনোনয়ন যাঁরা পাবেন, তাঁরা অবশ্যই যোগ্যতা ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই পাবেন।’ মন্ত্রিসভার একাধিক সদস্য এনটিভি অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়। বৈঠকের একপর্যায়ে অনির্ধারিত আলোচনায় বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগাম নির্বাচন নিয়ে কিছুদিন ধরে একটি গুজব চলছে। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আগাম নির্বাচনের প্রশ্ন আসবে কেন? নির্বাচন যথাসময়ে সংবিধান মোতাবেকই হবে।’

আগামী নির্বাচনে দলে প্রার্থী মনোনয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের সঙ্গে যাঁদের সম্পৃক্ততা রয়েছে, যাঁরা যোগ্য তাঁরাই মনোনয়ন পাবেন। কোনো ধরনের ইমোশন বা আবেগ এখানে কাজে আসবে না।’

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে বাংলাদেশ থেকেও বিপুলপরিমাণ টাকা পাচার হওয়ার খবর পাওয়া গেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শুনেছি ওইখানেও বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে। আগের সরকারের আমলের এ টাকা নিয়ে আমাদের দেশের মিডিয়ার তেমন কোনো রিপোর্ট দেখছি না। এ টাকা যদি আমাদের আমলে পাচার হতো তাহলে পত্রিকায় অনেক বড় বড় সংবাদ দেখতাম।’