কুড়িগ্রামে সংবাদ সম্মেলনে রিজভী

ক্ষমতায় থেকে নির্বাচন করলে আ. লীগ নিজের কবর রচনা করবে

Looks like you've blocked notifications!
কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন করলে আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার যদি তার অধীনে নির্বাচন করতে যায়, তাহলে সরকার নিজের কবর নিজেই রচনা করবে। কারণ ওই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়ার কোনো মানেই থাকবে না।

রিজভী আরো বলেন, শেখ হাসিনার অধীনে যত নির্বাচন হয়েছে, তা রক্তাক্ত নির্বাচন। ভোট কেড়ে নেওয়ার নির্বাচন, ভোটকেন্দ্র দখল করার নির্বাচন।

একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে মনে করেন এই বিএনপি নেতা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের দেশের বাইরে বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসাপরায়ণ, বিকারগ্রস্ত। সেখানে ছিল ব্যক্তিগত গালিগালাজ। তিনি (শেখ হাসিনা) নিজেকে খুব উঁচু ভাবেন, আর অন্যদের খুব নীচু ভাবেন।

বিএনপি নেতা রিজভীর অভিযোগ, প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা আছে বলে তা দিয়ে তিনি মিছিলের ওপর, জনগণের অধিকারের পক্ষে কথা বলার ওপর নিষ্ঠুর দমন প্রক্রিয়া চালাতে পারেন। কিন্তু সেটা সব সময় যে সফল হবে তার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন রিজভী।

আগামী ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় ঢাকার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলেও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, আলতাব হোসেন, দপ্তর সম্পাদক এস এম আশরাফুল হক রুবেল প্রমুখ।