বিএনপি রাজনীতির বিষফোঁড়া : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

পৃথিবীর সব খুনির প্রাতিষ্ঠানিক আস্তানা হিসেবে বিএনপির নাম উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদনের কারখানা। লুটেরাদের সিন্ডিকেটের একটি প্রতিষ্ঠান হচ্ছে বিএনপি।’

আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, নবীনবরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন হাসানুল হক ইনু।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়। মাফ যদি চাইতে হয় আমরা মাফ চাইব না। খালেদা জিয়া মাফ চাক চুরির জন্য, মানুষ খুন করার জন্য, চক্রান্ত করার জন্য, অস্বাভাবিক ভূতের সরকার কায়েম করার প্রস্তাব দেওয়ার জন্য জাতির কাছে মাফ চাক। মুসলিম লীগ যেমন ইসলামের দল ছিল না। তেমনি বিএনপিও গণতন্ত্রের দল নয়।’

হাসানুল হক ইনু বলেন, ‘একদিকে খুনিদের আস্তানা, আরেকদিকে লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা হচ্ছে বিএনপি। বিএনপি রাজনীতির বিষফোঁড়া। আর ৭০-এর দশকে বঙ্গবন্ধুর হত্যার পরে জেনারেল জিয়াউর রহমান ছিল রাজনীতির খলনায়ক। আর এখন তাঁর স্ত্রী খালেদা জিয়া হচ্ছেন রাজনীতির খলনায়িকা।’

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যারা সংবিধানের ভেতরে থাকে তাদের কবর হয় না। যারা বাইরে থাকবে, তাদের কবর হবে।’

এ সময় ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।