টিউবওয়েলের পাইপে জ্বলছে আগুন

Looks like you've blocked notifications!
মাদারীপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পাইপের মুখ দিয়ে গ্যাস বের হচ্ছে। পরে আগুন ধরালে তা জ্বলতে থাকে। ছবিটি শনিবার রাতে তোলা। ছবি : এনটিভি

মাদারীপুর সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে পাইপের মুখ থেকে ক্রমাগত আগুন বের হচ্ছে। এখানে গ্যাসের খনি থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া এলাকায় নতুন পূর্ব টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন টিউবওয়েল বসানোর জন্য কাজ চলছিল। গত শুক্রবার বিকেলে ৩০০ ফুট নিচে পাইপ বসানোর কাজ চলার সময় হঠাৎ পাইপ ফেটে যায়। এরপর আবার পাইপ বসানোর চেষ্টা করলে এর মাথা দিয়ে গ্যাসের মতো বের হতে থাকে।

এরপর পাইপ বসানো বন্ধ রেখে গতকাল শনিবার সকালে এলাকাবাসী টিউবওয়েলের মিস্ত্রি ও ঠিকাদারকে খবর দেয়। তারা এসে পাইপের মুখে আগুন দিয়ে পরীক্ষা করে। এরপর থেকে পাইপের মুখ দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে।

টিউবওয়েল বসানোর মিস্ত্রি মোস্তফা বলেন, ‘শুক্রবার বিকেলে পাইপ বসানোর একপর্যায়ে পাইপ ফেটে বিকট শব্দ হলে ভয়ে আমরা সবাই কাজ বন্ধ রেখে চলে যাই এবং পরের দিন শনিবার সকালে এসে দেখি পাইপের মাথা দিয়ে গ্যাসের বুদবুদ বের হচ্ছে। তখন আমরা পাইপের মাথায় একটু আগুন দিলে তা রাত পর্যন্ত জ্বলেছে। আমরা ভেবেছিলাম কিছুক্ষণ জ্বলে হয়তো নিভে যাবে, কিন্তু তা হচ্ছে না। আগুন একইভাবে জ্বলছে। পরে ঠিকাদারকে খবর দিলে তিনি এসে দেখেছেন।’

মেসার্স মিজান এন্টারপ্রাইজের ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি সত্য। আমাকে যখন জানিয়েছে সাথে সাথেই আমি কাজ বন্ধ রাখতে বলেছি এবং আজ অন্য স্থানে কাজ করতে বলেছি। তবে ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।’

এখানে গ্যাসের খনি রয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে উৎসুক মানুষের ভিড় বাড়ছে এটি দেখার জন্য।