শিশু চাচাতো বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

কক্সবাজারে শিশু চাচাতো বোনকে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ সাদিকুর ইসলাম তালুকদারের আদালত এই রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালে ৬ আগস্ট সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের যুবক নুরুল ইসলাম তার আপন চাচা ইদ্রিস মিয়ার পাঁচ বছরের মেয়ে সুমাইয়া আকতারকে বাড়ির পাশে নিয়ে যায়। এরপর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেয়। এ সময় সুমাইয়া চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয় নুরুল ইসলাম। ঘটনার তিনদিন পর সুমাইয়ার লাশ পুকুরে ভেসে উঠলে নুরুল ইসলাম পালিয়ে যান।
ঘটনার দিনই সুমাইয়ার চাচা গিয়াস উদ্দিন বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ কক্সবাজারের খুরুস্কুল এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
শিশু সুমাইয়াকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় নুরুল ইসলাম। পরে তাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও জেরা শেষে আজ দুপুরে আদালত নুরুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ। আর আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সিরাজুল ইসলাম।