ফেসবুকে অশ্লীল প্রচারণা, ছয় মাস কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কলেজছাত্রীকে নিয়ে অশ্লীল প্রচারণার দায়ে সুনামগঞ্জে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের হাকিম সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এই সাজা দেন।
দণ্ড পাওয়া যুবকের নাম মনির হোসেন ওরফে শিপন (২৩)। তাঁর বাড়ি সুনামগঞ্জ শহরের পশ্চিম হাসননগর উপত্যকা আবাসিক এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন মনির হোসেন। দুই-তিনদিন আগে তিনি তাঁর ফেসবুক পাতা থেকে ওই ছাত্রীর ছবি দিয়ে অশ্লীল প্রচারণা চালান। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই গতকাল শনিবার সন্ধ্যায় মনির হোসেনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, অভিযোগ পাওয়া পর পুলিশ আজ রোববার মনিরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করে। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।