কারাভোগের পর ভারত থেকে ফিরল ৩ কিশোর

Looks like you've blocked notifications!

ভারতে তিন বছর কারাভোগের পর তিন বাংলাদেশি কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গতকাল মঙ্গলবার রাতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর তিন কিশোরের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারপর পরিবারের কাছে পৌঁছে দিতে বিজিবি তাদের বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি নাহার বেগম জানান, কাজের আশায় সাড়ে তিন বছর আগে দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতের দিল্লিতে যায় এই তিন কিশোর। এ সময় অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে ভারতীয় পুলিশ। তারপর দিল্লিতে তিন বছর জেল খাটার পর সাজার মেয়াদ শেষ হলে গতকাল তাদের দেশে ফেরত পাঠানো হয়।

দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে আনা সম্ভব হয়েছে বলে জানান এই আইনজীবী।