পেপার মিলের মেশিনে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
চমেকের মেঝেতে পড়ে আছে শ্রমিক রেজাউল করিমের মৃতদেহ। ছবি : এনটিভি

চট্টগ্রামের হাটহাজারীতে পেপার মিলে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার নন্দীরহাট এলাকার এশিয়া পেপার মিলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রেজাউল করিম (২২) ধলই ইউনিয়নের গুন্নু মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শিলব্রত জানান, আজ ভোররাতে রেজাউল করিমকে হাসপাতালে আনা হয়। তবে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সহকর্মীরা পুলিশকে জানিয়েছেন, রাতে কাজ করার সময় পেপারের রোল কাটার মেশিনে মাথায় আঘাত পান রেজাউল। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে এশিয়া পেপার মিলের চেয়ারম্যান এম এ সালাম বলেন, কারখানায় কাজ করা অবস্থায় মৃত্যুর ঘটনা দুঃখজনক। তাঁর ধারণা, ওই শ্রমিকের গলায় মাফলার জাতীয় কোনো কাপড় ছিল। যেটি অসাবধানতাবশত মেশিনের সঙ্গে পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। আধুনিক ওই মেশিনটিতে সহজে কোনো দুর্ঘটনা ঘটার কথা না বলেও জানান তিনি। তবে এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষ নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান এম এ সালাম।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন রেজাউলের বৃদ্ধ বাবা। পরিবারে চলছে শোকের মাতম।