সমুদ্রসৈকতে আন্তর্জাতিক সার্ফিং প্রশিক্ষণ

কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক সার্ফিং প্রশিক্ষণ। আজ রোববার দুপুরে সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দুই সপ্তাহব্যাপী সার্ফিং প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী। এ ছাড়া সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, স্থানীয় সরকার সচিব আবদুল মালেকসহ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পর্যটন করপোরেশনের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে ৫০ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
এর আগে মুখ্য সচিব খুরস্কুলে দেশের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দেন তিনি।