যুক্তরাষ্ট্রের ঘোষণা প্রত্যাহারের দাবি ইমামদের

Looks like you've blocked notifications!
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় রাজধানীর পলাশী মোড়ে শেষ হয়। ছবি : এনটিভি

জাতীয় ইমাম সমাজের ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় রাজধানীর পলাশী মোড়ে শেষ হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন এলাকার সমজিদ, মাদ্রাসা ও এতিমখানা থেকে জাতীয় ইমাম সমাজের মুসল্লিরা মিছিলসহ জমায়েত হতে থাকে রাজধানীর আজিপুরের গোর-এ শহীদ মাজার প্রাঙ্গণে। সেখান থেকে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করে ইমাম সমাজ। সে সময় তারা যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির ঘোষণা প্রত্যাহার করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি দাবি জানানো হয়। নইলে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান ইমামরা।

সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় ইমাম সমাজের সভাপতি আবুল হোসাইন বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, আপনিও মুসলমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। আমেরিকার অ্যামবাসাডর যদি আমাদের কথা না শোনে, বিশ্ব মুসলিমদের কথা না শোনে, বাংলাদেশের মুসলমানদের কথা না শুনে আমেরিকার সঙ্গে সমস্ত ব্যবসা-বাণিজ্য, সমস্ত লেনদেন, আদানপ্রদান বন্ধ করে দিতে হবে।’