বাসা থেকে ডেকে নিয়ে ইউপিডিএফকর্মীকে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!

রাঙামাটির বন্দুকভাঙ্গায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার ভোরে বাসা থেকে ডেকে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

নিহত ইউপিডিএফ সংগঠকের নাম অনল বিকাশ চাকমা (৪৭)। তিনি বন্দুকভাঙ্গা এলাকায় ইউপিডিএফের সংগঠক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য সদ্য গঠিত ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করেছে। তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বন্দুকভাঙ্গার নিজ বাসা থেকে ডেকে নদীর পাড়ে নিয়ে গিয়ে গুলি করে বিকাশ চাকমাকে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্গম এলাকা হওয়ায় বিষয়টি সকালে জানাজানি হয়। খবর পেয়ে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়।

ইউপিডিএফ নেতা বাবলু চাকমা জানান, এ ব্যাপারে তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিক্রিয়া জানানো হবে। নিহত ব্যক্তি নিজেদের সংগঠক বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে ইউপিডিএফের (গণতান্ত্রিক) পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা ফিরলে বিস্তারিত জানা যাবে।