নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
নীলফামারীতে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের মকবুল হোসেন (৫০) ও তাঁর ছেলে মনোয়ার হোসেন (২৬)।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ক্ষেতে সেচ দেওয়ার জন্য আজ সকাল সাড়ে ১০টা-১১টার দিকে বাবা-ছেলে বাড়ির কাছেই সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বাবা মকবুল হোসেন পাম্পের সুইচে হাত দিলেই বিদ্যুতায়িত হন। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলে মনোয়ারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।