এখনই রুখতে হবে ষড়যন্ত্র : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আগে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ষড়যন্ত্র করে তাঁকে (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এখনই রুখতে হবে ষড়যন্ত্র।’

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আজ রোববার শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। শোভাযাত্রা শুরুর আগে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। 

নয়াপল্টন থেকে শুরু, তারপর নাইটিংগেল পেরিয়ে শান্তি নগর মোড় হয়ে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে  শোভাযাত্রাটি  মালিবাগে গিয়ে শেষ হয়। কেবল বিএনপিই নয় সহযোগী সংগঠনগুলোর হাজারো নেতাকর্মী অংশ নেন শোভাযাত্রায়। আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি এবং অন্যদের মামলার প্রতিবাদে এ সময় স্লোগান দেন তাঁরা।
মির্জা ফখরুল বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী আজকে অংশ নিয়েছে। এই কারাগার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকার, শুধু একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবার জন্য, ক্ষমতায় টিকে থাকবার জন্য সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে আমাদের আজ পদদলিত করতে চায়।’

নিরপেক্ষ সরকারের অধীনে আবারেও নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্য।’