দেশ থেকে দুর্নীতি দূর হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দুর্নীতি আমাদের দেশ থেকে দূর হয়েছে। সন্ত্রাস-জঙ্গি দূর হয়েছে। আজকে ষড়যন্ত্রের বাংলাদেশ শেষ হয়ে একটা সম্ভাবনাময় বাংলাদেশের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি।’
আজ রোববার বিকেল ৪টার দিকে ঝিনাইদহে মহেশপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগের এক জনসভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সারা দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তারা মনে করেন যে আওয়ামী লীগ আবারও ইলেকশনে পাস করে ক্ষমতায় আসবে। তিনি বলেন, মতবিরোধ থাকতেই পারে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দেবেন তাঁর সাথে কাজ করতে হবে। মনে রাখবেন ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র থেকে বের হয়ে এসে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। তাহলেই আমরা যে এগিয়ে যাচ্ছি তা সার্থক হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রসঙ্গ টেনে বলেন, ‘মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে কীভাবে গ্রাম পর গ্রাম পুড়িয়ে, তাদেরকে অত্যাচার করা হয়। নাফ নদের পাশে দাঁড়িয়ে ছিল। নাফ নদ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড জিজ্ঞেস করছিল, আমরা কী করব? মাননীয় প্রধানমন্ত্রী বললেন, আসতে দাও তাদের, জীবন বাঁচাতে দাও তাদেরকে। তিনি বললেন, ১৯৭১ সনে আমরা এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম। ভারত তো আমাদের সহযোগিতা করেছিল। তারা জীবন বাঁচানোর জন্য আজ বাংলাদেশে আসছে। আমরা ১৬ কোটি মানুষ যদি খাওয়াতে পারি তাহলে আরো ১০ লাখ মানুষ খাবে ইনশাআল্লাহ। ’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জউদ্দীন হামিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য (এমপি) আবদুল হাই, নবী নেওয়াজ, সাবেক এমপি সফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি পারভীন তালুকদার মায়া।