১৫৪ নয়, ২০৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী : খোকা

Looks like you've blocked notifications!
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন নয়, ২০৯ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা জানি, ১৫৪টা আসনে কোনো নির্বাচন হয় নাই। প্রকৃতপক্ষে এই তথ্যটিও ঠিক না। এই সংখ্যাটি নির্বাচন কমিশনের হিসাবমতে। এই সংখ্যাটি হলো ২০৯টা আসনে নির্বাচন হয় নাই। কারণ, এরশাদ সাহেব নির্বাচন বয়কট করেছিলেন। তাঁর অন্য প্রার্থীরা প্রত্যাহার করেছিলেন।’

সাদেক হোসেন খোকা বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে লক্ষ্য, চেতনা ও আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ প্রতিষ্ঠা করেছিলাম, আজ সেই আকাঙ্ক্ষা একেবারেই ভূলুণ্ঠিত হয়ে গেছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা অনেক আগে থেকে ছক এঁকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেন। তাঁর কোনো জনসমর্থন নেই। জনসমর্থনহীন শেখ হাসিনা আজ রাষ্ট্রক্ষমতাকে দখল করে রেখেছেন।’ 

খোকা বলেন, ‘দেশ-বিদেশে যে বা যারা যেখানে আছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটিয়ে দিতে হবে। এর কোনো বিকল্প আমি দেখি না।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক দাবি করেন, ‘এর চেয়ে স্বৈরাচারী সরকার, এর চেয়ে অধম নিকৃষ্ট সরকার, সারা বাংলাদেশে কেন, কোনো দেশে আসেনি।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দোয়া মাহফিল ও বিএনপির নেতা-কর্মীদের হত্যা, গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে পেনসিলভেনিয়া বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি শাহ ফরিদ। এম এ কালাম শরিফ ও নাজিম আহমেদ জুয়েলের পরিচালনায় এতে স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।