ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ কৃষি শ্রমিক নিহত, আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা গফুর মিয়া ও সুজন মিয়া।
এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে কসবার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গফুর মিয়া (৫০) ও সুজন মিয়া (৫২) নামের দুই কৃষি শ্রমিক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরো পাঁচ দিনমজুর আহত হন।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।