রুমায় সাতটি উন্নয়নকাজের উদ্বোধন

শিক্ষার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক : পার্বত্য প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
বান্দরবানের রুমায় উন্নয়ন কাজের উদ্বোধন করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। ছবি : এনটিভি

বান্দরবানের রুমায় সাতটি উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৬ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকার উন্নয়নকাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কাজগুলো হচ্ছে ১১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে রুমা সদর থেকে পলি-প্রাংসা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ, ছয় কোটি টাকা ব্যয়ে রুমানা পাড়া থেকে সুনসুং পাড়া পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা নির্মাণ, সাত কোটি চার লাখ টাকা ব্যয়ে বগা লেক সড়ক থেকে সামা খাল পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা নির্মাণ, এক কোটি টাকা ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক স্কুলের শ্রেণিকক্ষ নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যয়ে রুমা সদরে রেস্টহাউস নির্মাণ, ১৪ লাখ টাকা ব্যয়ে লাইনরুনপি পাড়া গির্জা নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে শ্রেফ্রু পাড়া থেকে আবাসিক বিদ্যালয় পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ।

এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াই চিং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, জুয়েল বম, রুমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হ্লাশৈনু, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পরে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। অনগ্রসর রুমা উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়নে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটসহ অবকাঠামোগত সমস্যাগুলো নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সম্ভব শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হবে। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে রুমায় সড়ক যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। আজকেও প্রায় ২৭ কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডিসহ প্রকৌশল বিভাগগুলোর আরো প্রায় শতকোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।