নাইক্ষ্যংছড়িতে আগুন, পুড়ে গেছে ৭টি দোকান

Looks like you've blocked notifications!
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়েছে দোকান-ঘরবাড়ি। ছবি : এনটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাতটি দোকানসহ একটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের হিরুমনি মার্কেটে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে ওষুধের দোকান, লাইব্রেরি, ইলেকট্রনিকসের দোকানসহ সাতটি দোকান। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অফিস এবং একটি বসতবাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে কক্সবাজারের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, ‘আগুনে সাতটি দোকান ছাড়াও দুটি মোটরসাইকেল, প্রেসক্লাবের কম্পিউটার সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলমগীর বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সাতটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’