সুনামগঞ্জে শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সংকটের কারণে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে বলে জানিয়ে শিক্ষার্থীরা। এজন্য দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, গত কয়েক বছর ধরে সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যেখানে শিক্ষক থাকার কথা ৪৯ জন সেখানে আছেন মাত্র ১৪ জন। ওই শিক্ষক দিয়ে স্কুলপর্যায়েই ক্লাস নেওয়া সম্ভব হয়। আর কলেজের ক্লাস মাত্র কয়েকজন শিক্ষক নিলেও বছরের বেশির ভাগ সময় ক্লাস হয়না। তাই এ বছর এইচএসসিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফলাফল বিপর্যয় হয়েছে। তাই শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেয় এইচএসসি পরীক্ষার্থী আবু সালেখ, আতাউর রহমান ও দশম শ্রেণির শিক্ষার্থী ইসতিয়াক আহমদ প্রমুখ।
আরো উপস্থিত ছিল কামাল হোসেন, শামসুনুর, শালিক মিয়া, শামসু, হাফিজুর, সাদিকুর, শফিক, রুবিনা, জেনি, চঞ্চলা, মামুন, হেলাল, শাহানা, সীমা, সনিয়া, আশরাফুল, জাহাঙ্গীর, আরিফ ও তাজুল হাসান প্রমুখ।
এ ব্যাপারে সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর শিকদার জানান, প্রতিষ্ঠানে শিক্ষক ঘাটতি রয়েছে। গত কয়েক বছর যেখানে প্রতিষ্ঠানের পাশের হার ৭০ থেকে ৮০ ভাগ থাকত তা এ বছরে ৪৪ শতাংশে নেমে এসেছে।