দিনাজপুরে পৌরসভা ও ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

Looks like you've blocked notifications!

দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিরল পৌরসভার সীমানা নিয়ে আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৫ বছর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটাররা শীত উপেক্ষা করে নিজ নিজ কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটকেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিরল পৌরসভায় নয়টি কেন্দ্রের মধ্যে চারটি এবং রাজারামপুর ইউনিয়ন পরিষদের নয়টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পৌরসভায় মোট ভোটার আট হাজার ৯৯৮ জন। আর রাজারামপুর ইউনিয়ন পরিষদের ভোটার সংখ্যা ১০ হাজার ৯৩৪ জন।

বিরল পৌরসভায় মেয়র পদে নয়জন এবং রাজারামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট পাঁচজন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।