পুলিশের অভিযানে হামলা, গুলিতে সাবেক পৌর কাউন্সিলর নিহত

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গতকাল রোববার রাতে পুলিশের অভিযানে মাদকসেবীদের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলী নিহত হন। ছবি : এনটিভি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযানের সময় পুলিশের ওপর মাদকসেবীদের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার দিমাগুরউণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

সাবেক কাউন্সিলর ইউনুছ আলী উপজেলার হাতুণ্ডা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

আহত পুলিশ সদস্যরা হলেন চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক।

তবে আহত পুলিশ সদস্যদের কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) আলী আশরাফের ভাষ্য, সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও মাদকের মামলা ছিল। তাঁকে ধরতে রোববার রাতে দিমাগুরউণ্ডা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদকসেবীরা পুলিশের ওপর হামলা চালায়।

তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ইউনুছ আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে চার মাদকসেবীকে আটক করা হয়। এ ঘটনায় এসআই আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক আহত হন।

পরিদর্শক আশরাফ আরো জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মো. ফারাবী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।