দাবি আদায়ে কর্মবিরতিতে নড়াইলের স্বাস্থ্য সহকারীরা

Looks like you've blocked notifications!

কারিগরি মর্যাদাসহ চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা।

আজ সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

স্বাস্থ্য সহকারীদের চার দফা দাবি হলো—তাঁদের কারিগরি পদমর্যাদাসহ বেতন স্কেল দেওয়া, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকি-ভাতা, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও শূন্য পদে নিয়োগ। এ ছাড়া ১০ শতাংশ পোষ্য কোটার প্রবর্তনও দাবি করেন তাঁরা।

এসব দাবি মেনে না নিলে সারা দেশে টিকাদান কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন নড়াইলের স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মন্টু, সুজিত কুমার বিশ্বাস, সুব্রত বিশ্বাস, রওশান আরা খানম প্রমুখ।