সুনামগঞ্জে সাড়ে ১২ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জে সাড়ে ১২ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে বিজিবি ক্যাম্পের ভেতরের বিভিন্ন পুকুরে ১২ হাজার কেজি এবং দুটি হাওরে মৎস্য বিভাগের উদ্যোগে ৫৩২ কেজি মাছের পোনা ছাড়া হয়।
এছাড়া বিজিবির উদ্যোগে দুই হাজার ফলদ ও বনজ গাছের চারাও লাগানো হয়।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. লতিফুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি সিলেট সেক্টরের অধিনায়ক কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, ৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহি উদ্দিন খন্দকারসহ অন্যরা।
এর আগে সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে সুনামগঞ্জের পটাং ও কাংলার হাওরে প্রায় ৫৩২ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শামছুন্নাহার বেগম শাহান রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, মৎস্য কার্যালয়ের ফিল্ড অ্যাসিসটেন্ট মো. আবু এরফান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম শেরুলসহ অন্যরা।