নীলফামারীতে মন্দির ভাঙচুর, আহত ২
নীলফামারীর ডোমার উপজেলায় জমি নিয়ে বিরোধে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজপাড়ার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রমের এক একর ছয় শতাংশ জমি নিয়ে একই এলাকার কালীদাস গংয়ের সঙ্গে উমাচরণ গংয়ের দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। গত ৭ মে আদালত কালীদাস গংয়ের পক্ষে রায় দেন। এতে উমাচরণ গং ক্ষিপ্ত হয়ে তাঁদের লোকজন নিয়ে মঙ্গলবার গভীর রাতে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় সেখানে থাকা একটি মন্দির ভাঙচুর করা হয়। বাঁধা দিলে তাদের আঘাতে কালীদাস (৫০) ও বুধারাম (৬০) নামের দুজন আহত হন। রাতেই আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পর কালীদাসের লোকজন মন্দির ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসে। থানা কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে যায়।
এ ব্যাপারে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হয়েছে, তবে বিষয়টি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে।