নীলফামারীতে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
নীলফামারীতে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনছুর আলী (৫৭)। আজ বুধবার দুপুরে জেলা শহরের পৌর এলাকার বাড়াইপাড়া মহল্লার একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মনছুর পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার বাসিন্দা। মনছুরের স্ত্রী নুরজাহান বেগম জানান, গতকাল মঙ্গলবার রাতে তাঁরা স্বামী ও স্ত্রী খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি ঘুম থেকে উঠে দেখেন স্বামী বিছানায় নেই। পরে খবর পান তাঁদের মহল্লার এক কিলোমিটার অদূরে বাড়াইপাড়ায় গলায় ফাঁস লাগা অবস্থায় স্বামীর লাশ ঝুলছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।