কয়লাভিত্তিক প্রকল্প বর্জনের দাবি সৈয়দ মকসুদের

Looks like you've blocked notifications!
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ।ছবি : এনটিভি

পরিবেশের ক্ষতি করে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ কয়লাভিত্তিক প্রকল্প বর্জনের দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি জানান সৈয়দ মকসুদ।

লেখক আরো বলেন, সারাবিশ্বের মানুষ যখন পরিবেশের ক্ষতির দিক বিবেচনা করে কয়লা পরিহার করছে, তখন বাংলাদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প গ্রহণ যুক্তিসংগত নয়। তিনি কালো জ্বালানি পরিহার করে সবুজ জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণের তাগিদ দেন।

মূল প্রবন্ধে বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, সরকার ৫০ ভাগ কয়লাকেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা নিয়েছে, যা বাস্তবায়ন হলে দেশ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে।