ভালো অভ্যন্তরীণ নীতি গ্রহণের পরামর্শ প্যাসকাল ল্যামির

Looks like you've blocked notifications!
অনুষ্ঠানে ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকাল ল্যামি। ছবি : এনটিভি

বিশ্ব বৈষম্যের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ভালো অভ্যন্তরীণ নীতি গ্রহণের পরামর্শ দিলেন ঢাকা সফররত ফ্রান্স সরকারের বিশেষ দূত প্যাসকাল ল্যামি। আজ শনিবার সন্ধায় গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত পাবলিক লেকচারে তিনি এ পরামর্শ দেন।

এসময় প্যাসকাল ল্যামি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যথাযথ বৈশ্বিক উদ্যোগের অভাব আছে। সে হিসেবে বাংলাদেশের উদ্যোগগুলো প্রশংসনীয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক এ মহাপরিচালক জানান, বিশ্ব বাজার ভোক্তাদের ইশারায় চলছে। তাই আগামী দিনগুলো উৎপাদকের জন্য কঠিন হবে। এক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন প্যাসকাল ল্যামি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্স বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে বলে জানান তিনি।

ল্যামি বলেন, এ দেশের রোহিঙ্গা সম্পর্কে আমরা অবগত আছি। ফ্রান্সের প্রেসিডেন্ট (ইমানুয়েল ম্যাকরোঁ) এ বিষয়ে বাংলাদেশের অবস্থানের সমর্থন করছেন। যদিও এটা এখন অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক বিষয়।