মুঠোফোনে প্রতারণা করে টাকা আদায়, গ্রেপ্তার ২
মুঠোফোনে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের নিমতলায় একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একাধিক মুঠোফোনের সেট ও সিম এবং ৮৪ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী গ্রামের সাইফুল ইসলাম (২১) ও ডিমলা উপজেলার টুনির হাট এলাকার হিমেল দীপ্ত (২৫)।
এ ব্যাপারে নীলফামারীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির জানান, এই প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে মুঠোফোনে মানুষকে প্রতারিত করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। এই প্রতারণার জন্য তাঁরা মুঠোফোনে তিন শতাধিক সিম ব্যবহার করেছেন।
প্রতারণার ধরন জানতে চাইলে ফিরোজ কবির জানান, প্রতারকেরা বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ ও অপহৃত ব্যক্তিদের খবর ও মুঠোফোনের নম্বর সংগ্রহ করতেন। এরপর পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর দাবি জানাতেন। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পরই তারা ফোন বন্ধ করে রাখেন। এ ছাড়া প্রতারকরা কোনো ব্যক্তিকে তাঁর ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলতেন। এরপর তাঁর স্বজনদের ফোন দিয়ে কাঁদতে কাঁদতে জানাতেন, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য দ্রুত বিকাশে টাকা পাঠাতে হবে। স্বজনরা ফোন বন্ধ পেয়ে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হতেন। অনেককে মৃত্যুর সংবাদ পাঠিয়ে লাশ ছাড়িয়ে আনতে টাকা দাবি করতেন। এ ছাড়া মুঠোফোনে লটারি পাওয়াসহ বিভিন্নভাবে অর্থের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন তারা।
ফিরোজ কবির জানান, এই চক্রের আরো চারজনকে তিনদিন আগে নীলফামারী শহরের বাবুপাড়া, ডোমারের চিকনমাটি ও ডিমলার বাবুরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।