পৌর ভবনে ‘লুঙ্গিপরা চোরের’ তাণ্ডব

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ পৌরভবনে গতকাল শুক্রবার গভীর রাতে সাতটি কক্ষের তালা ভেঙে ফেলে চোর। তছনছ করে আলমারির ড্রয়ার। ছবি : এনটিভি

ঝিনাইদহ পৌর ভবনে চুরি হয়েছে। ভবনের সাতটি কক্ষের তালা ভেঙে ফেলে চোর। তছনছ করে আলমারির ড্রয়ার। এগুলো থেকে আনুমানিক প্রায় তিন লাখ টাকা চুরি করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পৌরসভার সচিব আজমল হোসেন। তিনি জানান, রাতে মুখোশপরা এক ব্যক্তি পৌরভবনের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দ্বিতীয় তলায় নৈশপ্রহরীর কক্ষে তালা লাগিয়ে নিচতলার হিসাব বিভাগ, লাইসেন্স, জরিপ, স্বাস্থ্য, বাজার শাখা, কর বিভাগ ও সচিবের কক্ষের তালা ভেঙে ফেলে।

পৌর সচিব আরো বলেন, পৌরসভার নিজস্ব সিসিটিভি ক্যামেরায় চোরের কর্মকাণ্ড রেকর্ড রয়েছে। সিসিটিভির ধারণ করা ফুটেজে দেখা যায়, রাত দুইটা থেকে টানা এক ঘণ্টা লুঙ্গিপরা ও মুখোশপরা চোর ঘটনাটি ঘটনায়।

সকাল ৭টার দিকে এ চুরির ঘটনাটি জানতে পারেন পৌরসভার সচিব।

ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদুল হক বলেন, পৌরভবনে চুরির ঘটনাটি রহস্যজনক। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।