৮ ঘণ্টা পর শিমুলিয়ায় ফেরি সচল

Looks like you've blocked notifications!
পুরোনো ছবি

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে নৌপথে। ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল, যা চলাচল শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ছিল এবং মাঝ পদ্মায় ছয়টি ফেরি নোঙর করে রাখা হয়।

বর্তমানে ১৬টি ফেরিই চলাচল করছে এবং ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় তিন শতাধিক গাড়ি আছে এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি রয়েছে।

তবে ফেরি চলাচল সচল হওয়ায় গাড়ির চাপ কমে আসবে বলে মন্তব্য করেন খালেদ নেওয়াজ।