সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বুধবার ভোরে বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ছোড়া রাবার বুলেটে বিকন আলী নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বিকন আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামে। তিনি আবুল হোসেন আবুর ছেলে। বিকন আলী গরুর ব্যবসা করতেন বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান, পারচৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকনসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে আসছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে আহত হন বিকন আলী। তাঁর সহযোগিরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।