করতোয়ার তীরে ধ্বংস হলো ব্রিটিশ আমলের মর্টার শেল

Looks like you've blocked notifications!
পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননকালে উদ্ধার হওয়া ব্রিটিশ আমলের মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল পঞ্চগড়ের করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। ছবি : এফএনএস

পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননকালে উদ্ধার হওয়া ব্রিটিশ আমলের মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুর সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল পঞ্চগড়ের করতোয়া নদীর বালুচরে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন সরকার জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে জেলা শহরের ইসলামবাগ এলাকায় মাটি খননের সময় স্থানীয়রা মর্টার শেলটি পেয়ে পঞ্চগড় থানা পুলিশে জমা দেন। মর্টার শেলটি পঞ্চগড় থানায় রাখা ছিল। রংপুর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। মর্টার শেলটির গায়ে লেখা রয়েছে ১৯৪৩ সাল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।