শ্রদ্ধা ভালোবাসায় সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালিত

Looks like you've blocked notifications!
পাবনায় সুচিত্রা সেন স্মরণসভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। ছবি : এনটিভি

নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ বর্তমানে পাবনা টাউন গার্লস হাইস্কুল চত্বরে মহানায়িকার স্মরণ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভার শুরুতে সুচিত্রা সেনের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, চার বছর হলো সুচিত্রা সেনের পৈত্রিক নিবাসটি জেলা প্রশাসন উদ্ধার করেছে কিন্তু আজও সেখানে কোনো উন্নয়ন করা হয়নি। তাঁরা ঐতিহ্যের অংশ হিসেবে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি দ্রুত সংস্কার করে তাঁর নামে আর্কাইভ বা সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণাগার তৈরি করার দাবি জানান।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহসভাপতি ডা. রামদুলাল ভৌমিক, প্রলয় চাকী, আব্দুল হামিদ খান, টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম প্রমুখ।

এ ছাড়া শহরের গোপালপুরে নিজ কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ। সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, লালন পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, কবি গোলাম রব্বানি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা অনলাইন ও টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক আহমেদ হুমায়ন কবির তপু, সংস্কৃতি কর্মী রিজভী জয়, নাট্যকর্মী মুস্তাফিজুর রহমান রাসেল, সিরাজুল ইসলাম, সাংবাদিক পার্থ হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর কবল থেকে উদ্ধার করে সুচিত্রা সেনের স্মৃতি বিজরিত পৈত্রিক বাড়িটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়েছে প্রায় চার বছর। অথচ বাড়িটিতে পাবনাবাসীর দাবি ‘সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তোলার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অযত্ন অবহেলায় পড়ে আছে বাড়িটি। সংস্কৃতি মন্ত্রণালয় বাড়িতে সুচিত্রা সংগ্রহশালা করতে কালবিলম্ব করতে থাকলে পাবনাবাসী আবারও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ার করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সীমিত পরিসরের সংগ্রহশালায় কেবল কিছু ছবি আর ফেস্টুন ছাড়া তেমন কিছু না থাকায় হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। বক্তারা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে পূর্ণাঙ্গ ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানান।

এ ছাড়া সুচিত্রা সেনের প্রয়াণ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল, একুশে বইমেলা উদযাপন পরিষদ, লালন স্মৃতি পরিষদ, মহীয়সী পাঠ চক্রসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনায় জন্মগ্রহণ নেন মহানায়িকা সুচিত্রা সেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় স্বপরিবারে চলে যান ভারতে। ২০১৫ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে পরলোক গমন করেন তিনি।