পঞ্চগড়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী গোমস্তাপাড়া এলাকায় বজ্রপাতে তানিয়া আক্তার (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরো দুজন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া চন্দনবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল পরিবারের বরাত দিয়ে জানান, ওই গ্রামের সালেকুল ইসলামের স্ত্রী লাইলী বেগমের মেয়ে সাবিনা আক্তার ও তানিয়া আক্তার রান্না ঘরে বসে নাস্তা খাচ্ছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে হাল্কা বৃষ্টি পড়ছিল। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই চন্দনবাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানিয়া আক্তার নিহত হয়। এ সময় তার মা লাইলি বেগম ও বোন সাবিনা আক্তার আহত হন।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন তাদের বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এম আর রেজা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। মা ও বোন বর্তমানে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।