‘মেয়র আইভীর অবস্থা স্থিতিশীল’

Looks like you've blocked notifications!
মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান চিকিৎসক বরেণ চক্রবর্তী। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা। তবে তাঁকে আরো দুই থেকে তিনদিন পর্যবেক্ষণে  রাখা হবে বলেন জানান তাঁরা।

নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। এরপর থেকেই তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।

মেয়র আইভীর ব্যাপারে আজ শুক্রবার সাংবাদিকদের তথ্য দেন ল্যাবএইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তী।

মেয়র আইভীর ব্যাপারে বরেণ চক্রবর্তী বলেন, ‘আমরা আজ রোগীকে দেখলাম, স্ট্যাবল (স্থিতিশীল)। আমাদের পরিকল্পনা আছে আগামীকাল সকালে আরেকটা স্ক্যান করব। ওই স্ক্যানের সঙ্গে আগের স্ক্যান মিলিয়ে দেখা হবে।’

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নগর ভবনে বুকে ব্যথা অনুভব করেন মেয়র আইভী। তিনি বমিও করেন। তাঁর রক্তচাপ কমে যায়। দ্রুত তাঁকে রাজধানীর ল্যাবএইডে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন মেয়র আইভী। সংঘর্ষে মেয়রের দিকে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মেয়রের কর্মী ও সমর্থকরা মানবদেয়াল তৈরি করে তাঁকে রক্ষা করে।