ঘন কুয়াশা

বঙ্গবন্ধু সেতু থেকে ১০ কিলোমিটার যানজট

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্বপারের টোল আদায় বন্ধ রয়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর জামাল হোসেন জানান, গতকাল রোববার গভীর রাত থেকে ঘন কুয়াশা থাকায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই রাস্তায় কয়েক হাজার ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে যায়। দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।

তবে এতে কোথাও কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। যানজট নিরসনের জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।