হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আইভী

‘আই অ্যাম এ ফাইটার, সিটির দায়দায়িত্ব আমার’

Looks like you've blocked notifications!
হাসপাতাল ছাড়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,‘একজন মেয়র হিসেবে আমি নারায়ণগঞ্জের সবার লিডার। আই এম এ ফাইটার। আই এম এ লিডার।’ তিনি আরো বলেন, ‘আমার সিটির দায়দায়িত্ব আমার।’

সুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতাল থেকে বাসায় ফেরার আগে সাংবাদিকদের এসব কথা বলেন আইভী।

মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, সিটি করপোরেশন এলাকায় তিনি কারো হস্তক্ষেপ মেনে নেবেন না। নারায়ণগঞ্জের  হকারদের ফুটপাত ছেড়ে নির্ধারিত মার্কেটে যেতে হবে বলেও জানান আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত বৃহস্পতিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ছেড়ে যান। যাওয়ার আগে হাসপাতালে সাংবাদিকদের কাছে নিজের সুস্থতার কথা জানান মেয়র আইভী।

মেয়র আইভী বলেন, ‘একজন মেয়র হিসেবে আমি নারায়ণগঞ্জের সবার লিডার। আই এম এ ফাইটার। আই এম এ লিডার। আমি আমার শহরের লিডার। আমার ফুটপাত দিয়ে আওয়ামী লীগ হাঁটবে, আমার ফুটপাত দিয়ে বিএনপি হাঁটবে, আমার ফুটপাত দিয়ে আবার জনগণ হাঁটবে। আমার সব নাগরিকের অধিকার আছে। আমি যখন ট্যাক্স নেই আমি সবার থেকেই নেই।’

মেয়র বলেন, ‘আমি হকারদের জন্য চারতলা বিল্ডিং করছি। তারা সেখানে যাবে। এটাই আমার মেসেজ।’

রাজনীতিতে নানা ঘটনা ঘটে থাকে উল্লেখ করে মেয়র আইভী জানান, কারো উপর তাঁর ব্যক্তিগত কোনো অভিমান নেই বা রাজনৈতিক ও পারিবারিক বিরোধ নেই। যদি কিছু থেকে থাকে তবে তা পুরোটাই আদর্শগত। নিজেকে রাজনীতি এবং শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক দাবি করে নারায়ণগঞ্জের উন্নয়নে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

মেয়র আইভী বলেন, ‘যেহেতু আমি একজন মেয়র, আমি সিটি পরিচালনা করি আমার সিটির দায়দায়িত্ব আমার। আমার সিটির ভেতরে এসে কেউ এখতিয়ার বহির্ভূতভাবে আমার সিটি নিয়ে কমেন্ট করবে তা নগরবাসী মেনে নেবে না। মেনে নেয়নি তারা, ভবিষ্যতেও মেনে নেবে না। আমার নগর কী হবে সেটার সিদ্ধান্ত আমার নগরবাসী দেবে।’

হকার উচ্ছেদকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা এবং পরবর্তী সময়ে অসুস্থতার সময় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র।