ঢাকা মেডিকেলে পুলিশের সঙ্গে আনসার সদস্যদের মারামারি

Looks like you've blocked notifications!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রবেশকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের সঙ্গে এক আনসার সদস্যের মারামারির ঘটনা ঘটেছে। আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চারতলায় আইসিইউয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহত দুজন হলেন রাজধানীর মিরপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মাহবুবুল আলম (২২) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য সাইফুল ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রুবেল নামের এক পুলিশ সদস্য  অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালের ২১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। আজ বুধবার তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাঁকে আইসিইউর পাশে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। তাঁর সেবার দায়িত্বে ছিলেন কনস্টেবল মাহবুবুল আলম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, বিকেলে রুবেলকে দেখার জন্য আইসিইউর গেট দিয়ে ঢুকতে চাইলে দায়িত্বরত আনসার সাইফুল কনস্টেবল মাহবুবকে বাধা দেন। পুলিশ পরিচয় দেওয়ার পরও ভেতরে ঢুকতে হলে ৫০ টাকা দাবি করেন সাইফুল। তখন তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী কিছু ওষুধপত্র কিনে এনে আবার ঢুকতে চাইলে আনসার সদস্য মাহবুবের ওপর চড়াও হন। একপর্যায়ে চার থেকে পাঁচজন আনসার সদস্য মিলে তাঁকে মারধর করে বলে অভিযোগ করেছেন কনস্টেবল মাহবুব।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার বাদল হাওলাদার জানান, এক পুলিশ সদস্যের সঙ্গে মারামারি ঘটনা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু জাহের বলেন, ‘ওই আনসার সদস্যদের নিয়ে আমরাও বিপাকে আছি। বিষয়টি আমি বিস্তারিত শুনেছি। পরিচালক সাহেব হাসপাতালে এসে এ বিষয়ে ব্যবস্থা নিবেন।’