নওগাঁয় শুরু ৩ দিনের ইজতেমা

Looks like you've blocked notifications!

নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

আজ বৃহস্পতিবার  নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মাঠে শুরু হয়ে আগামী শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।

তাবলিগ জামাতের স্থানীয় মুরব্বিরা জানান, নওগাঁ মারকাজের মুরব্বিদের তত্ত্বাবধানে আজ ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। বাদ জোহর থেকে বাকি তিন দিন কাকরাইল মসজিদের মুরব্বিরা বয়ান করবেন।

ইজতেমাকে ঘিরে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে এরই মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠজুড়ে বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনী  নিযুক্ত রয়েছে। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস টিমের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের অজু, গোসলসহ প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার নির্মাণ করা হয়েছে।

ইজতেমায় অংশ নিতে গত মঙ্গলবার বিকেল থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন মাঠে। নওগাঁর ১১ উপজেলা ছাড়াও বগুড়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এই আঞ্চলিক ইজতেমায়।