চান্দিনা পৌর মেয়রের বিরুদ্ধে বোমা হামলার মামলা
বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় কুমিল্লার চান্দিনা পৌর মেয়রকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সুলতান বাদী হয়ে আজ মঙ্গলবার মামলাটি করেন বলে এনটিভি অনলাইনকে জানান চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ। তিনি বলেন, মামলায় চান্দিনা পৌর মেয়র ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক শাহ মো. আলমগীর খানসহ ২১ জনের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয়ের আরো ২০-২৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের পূর্বদিকে চান্দিনা আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের সামনে দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাপিয়া পরিবহন (ঢাকা-মেট্রো ব-১৩৫৯) নামে একটি লোকাল বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।